নাটোরে অসহায়, দুস্থ ও শারীরিক অসুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ৫ লাখ ৬০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।
শনিবার বেলা ১১ টার দিকে নাটোর ও নওগাঁ সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য রত্না আহমেদ শহরের কানাইখালী এলাকায় তার নিজস্ব কার্যালয়ে এই চেক বিতরণ করেন।
এ সময় তিনি নাটোরের ১৪ জন অসহায়, দুস্থ ও শারীরিক অসুস্থদের মাঝে চেক বিতরণ করেন। অনুষ্ঠানে দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন