রংপুর-ঢাকা মহাসড়কের গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দক্ষিণবন্দর এলাকায় ট্যাংক-লরি চাপায় আল-আমিন (৩৫) নামে একটি বেসরকারি কোম্পানির বিক্রয় প্রতিনিধি নিহত হয়েছেন।
সোমবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আল আমিন বগুড়ার শিবগঞ্জ উপজেলার গুজিয়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি খায়রুল আলম জানান, আল আমিন দক্ষিণবন্দর এলাকায় তেলের পাম্পের সামনে মোটরসাইকেলে মহাসড়ক পার হচ্ছিলেন। এসময় প্রথমে সিএনজি চালিত একটি অটোরিকশার ধাক্কায় সড়কে ছিটকে পড়েন।
তারপর রংপুরগামী একটি ট্যাংকলরি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ট্যাংক-লরিটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
বিডি প্রতিদিন/এমআই