গাজীপুরে কাভার্ডভ্যানের চাপায় রাইড শেয়ার পাঠাও এর এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। তার নাম মাজহারুল ইসলাম (২৮)। তিনি নারায়ণগঞ্জের আড়াই হাজার থানার তেতুঁইতলা এলাকার আব্দুর রশিদের ছেলে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার এস আই ইব্রাহিম জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাজীপুর সিটি কর্পোরেশনের চান্দনা চৌরাস্তা থেকে সোমবার সকাল পৌণে নয়টার দিকে মোটরসাইকেল চালিয়ে ভোগড়া বাইপাস মোড়ের দিকে যাচ্ছিলেন মাজহারুল। পথে চৌধুরী বাড়ি এলাকায় পৌঁছালে ওই মোটরসাইকেলকে পিছনে বেপরোয়া গতিতে আসা একটি কাভার্ডভ্যান ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মাজহারুল মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। এসময় গাড়ি দুইটি জব্দ করা হয়। মাজহারুল রাইড শেয়ার পাঠাও’র মোটরসাইকেল চালাতেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার