সিরাজগঞ্জের শাহজাদপুরে ৯ মাস বয়সী শিশু সন্তানকে জবাই করে হত্যার দায়ে মুক্তি খাতুন (২১) নামে এক মাকে যাবজ্জীবন দিয়েছেন আদালত।
মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এ দণ্ডাদেশ দেন। একই সাথে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্ত মুক্তি খাতুন শাহজাদপুর উপজেলার ছোট মহারাজপুর গ্রামের মোহাম্মদ আলীর মেয়ে ও একই গ্রামের আব্দুল্লাহ আল মামুনের স্ত্রী।
মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালে আব্দুল্লাহর সঙ্গে মুক্তি পারভীনের বিয়ে হয়। তাদের সংসারে মো. মাহমুদুল্লাহ ওরফে মাহিম ওরফে বেলাল নামে এক শিশু সন্তানের জন্ম হয়। ২০২০ সালে শিশুটির বয়স ৯ মাস হয়। ওই বছরের ২৮ এপ্রিল রাতে আব্দুল্লাহ ধান কাটার কাজে নওগাঁ চলে যান। এরপর বাড়ির সকলে তারাবির নামাজ পড়ার জন্য আব্দুল্লাহর বড় চাচা সোনাউল্লার বাড়ি যান।
তারাবির নামাজ পড়া শেষে আব্দুল্লাহর মা ও বোন বাড়িতে এসে শিশু মাহমুদুল্লার গলাকাটা মরদেহ দেখতে পান। শিশুটির হাত ও মুখে টেপ দিয়ে আটকানো ছিল। এসময় মুক্তি খাতুন পলাতক ছিল। ওই রাতেই শাহজাদপুরের থানাঘাট এলাকায় চেকপোস্ট বসিয়ে মুক্তিকে আটক করে পুলিশ।
এ ঘটনায় শিশুটির বাবা আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে স্ত্রী মুক্তি খাতুনকে একমাত্র আসামি করে থানায় মামলা দায়ের করেন। মামলার শুনানি শেষে মঙ্গলবার দুপুরে আসামির উপস্থিতিতে বিচারক এই রায় দেন।
বিডি প্রতিদিন/এমআই