লালমনিরহাটের আদিতমারীতে পুকুরের পানিতে ডুবে লিমন (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে সরকারী আদিতমারী জিএস উচ্চ বিদ্যালয়ের পুকুরে পানিতে ডুবে শিশুটি মারা যায়। লিমন উপজেলার ভাদাই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বসিনটারী গ্রামের আরিফুল ইসলামের ছেলে।
লিমনের নানা ফুল মামুদ জানান, এলাকার শিশুদের সাথে পুকুরের পানিতে নেমে খেলাধুলা করছিল লিমন। হটাৎ করে লিমনকে দেখতে না পেয়ে সবাই তাকে খুঁজতে থাকে। অনেক খোঁজাখুঁজির পর পুকুরের নিচ থেকে লিমনকে উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ভাদাই ইউনিয়ের চেয়ারম্যান রোকনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত