করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সাতক্ষীরা জেলা পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে সচেতনতা মূলক ক্যাম্পেইন। আজ সকালে শহরের খুলনা মোড়ে শহীদ মুক্তিযোদ্ধা চত্বরে এই উপলক্ষ্যে পুলিশের পক্ষ থেকে মাস্ক বিতরণ ও গাড়িতে গাড়িতে স্টিকার লাগানো হয়। একই সাথে বিতরণ করা হয় লিফলেট।
সাতক্ষীরা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে এই ক্যাম্পেইনে সাড়া দেন সর্বস্তরের মানুষ। তাদের প্রত্যেকের কাছে মাস্ত তুলে দেওয়া হয় এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানানো হয়।
ক্যাম্পেইনে আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেস ক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, জেলা পুলিশিং কমিটির সভাপতি ডা. আবুল কালাম বাবলা, প্রেস ক্লাব সভাপতি মমতাজ আহমেদ বাপী, আওয়ামী লীগ নেতা ডা. সুব্রত কুমার ঘোষ, বাস মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ ছাড়াও পুলিশের অন্যান্য কর্মকর্তারা।
বিডি প্রতিদিন/আল আমীন