দিনাজপুরের বিরলে রাকিব (২৫) নামে এক অটোরিকশা চালকের বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বিরল উপজেলার ধামইড় ইউপি’র ধুকুরঝাড়ী কলেজের সামনে থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত রাকিবের বাড়ি দিনাজপুর সদর উপজেলার মির্জাপুর বাস টার্মিনাল এলাকায়।
জানা যায়, গতকাল মঙ্গলবার দুপুরে নিজ বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হন রাকিব। তারপর তিনি আর বাড়িতে ফিরে আসেননি। এরপর তার খোঁজ না পেয়ে রাতেই পরিবারের লোকজনের পক্ষ থেকে দিনাজপুর কোতোয়ালী থানায় একটি জিডি করা হয়।
বিরল থানার ওসি শেখ নাসিম হাবিব বলেন, ধারণা করা হচ্ছে তার অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যাওয়ার জন্যই তাকে হত্যা করা হয়েছে। পুলিশ ঘটনার মূল রহস্য উদঘাটন, অটোরিকশা উদ্ধারে তৎপরতা জোরদার করেছে।
বিডি প্রতিদিন/আবু জাফর