বগুড়ার আদমদীঘির ‘সান্তাহার শহর প্রেস ক্লাবে’র নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। রবিবার দুপুরে উপজেলার সান্তাহার পৌর শহরের মাইক্রোস্ট্যান্ডে ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এক সভায় সকল সদস্যের সম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়।
এক বছরের জন্য দৈনিক আমাদের সময়ের উপজেলা প্রতিনিধি জিললুর রহমানকে সভাপতি ও দৈনিক মাতৃছায়ার প্রতিনিধি অধ্যক্ষ সাইফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যরা হলেন-সহ-সভাপতি আহসান হাবীব মির্জা (প্রভাতের আলো), যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম জেন্টু (দৈনিক কালের কন্ঠ), সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সাগর (দৈনিক ডেল্টা টাইমস), অর্থ সম্পাদক শফির উদ্দিন (দৈনিক স্বদেশ প্রতিদিন), দপ্তর সম্পাদক মুক্তারুজ্জামান (দৈনিক শ্রমিক বার্তা), প্রচার সম্পাদক আমিনুল ইসলাম (আমাদের অর্থনীতি) ও সদস্য আশিক ইসলাম (দৈনিক মাতৃভূমির খবর)।
বিডি প্রতিদিন/এমআই