নাটোরে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। রবিবার দুপুরে শিশুটিকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল মতিন ও শিশুটির পরিবার জানায়, শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে শিশুটি বাড়ির আঙ্গিনায় খেলা করছিল। এ সময় তার পাশের বাড়ির ওসমান আলীর ছেলে নূর আলম এবং অপর প্রতিবেশী আবু বকরের ছেলে রাসেল আহমেদ শিশুটিকে কোলে নিয়ে বাড়ির বাহিরে নিয়ে যায়।
পরে তারা নিকটবর্তী একটি ফাঁকা বাড়িতে নিয়ে গিয়ে শিশুটিকে ধর্ষণ করে। এসময় শিশুটির চাচাতো বোন ঘটনাটি দেখে শিশুটির মাকে ডেকে নিয়ে যায়। শিশুটির মা ঘটনাস্থলে গেলে নূর আলম এবং রাসেল আহমেদ পালিয়ে যায়।
রবিবার দুপুরে শিশুটির বাবা ও মা শিশুটিকে সদর হাসপাতালে ভর্তি করে। পুলিশ জানায়, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        