বগুড়ায় বিএনপি বিক্ষোভ কর্মসূচি পালন করেছে । কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বিকেলে শহরের নবাববাড়ী রোডস্থ দলীয় কার্যালয় চত্বরে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট একেএম সাইফুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু।
আরো বক্তব্য দেন বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশা, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফজলুল বারী তালুকদার বেলাল, বিএনপি নেতা জয়নাল আবেদীন চাঁন, আলী আজগর তালুকদার হেনা, এম আর ইসলাম স্বাধীন, শ্রমিকদলের সভাপতি আব্দুল ওয়াদুদ, শহর সভাপতি লিটন শেখ বাঘা, যুবদলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, ছাত্রদলের সভাপতি আবু হাসান ও সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান, স্বেচ্ছাসেবকদলের হোসেন আলী প্রমুখ।
বিডি প্রতিদিন/আল আমীন