গোপালগঞ্জের কাশিয়ানীতে অগ্নিকাণ্ডে ১০টি পরিবারের ঘরবাড়ি আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে। অগ্নিকাণ্ডে ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবী করেছেন।
জানা গেছে, কাশিয়ানী উপজেলার বরাসুর গ্রামে আজ সোমবার বেলা এগারোটার দিকে একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নিভাতে চেষ্টা অব্যাহত রাখে। খবর পেয়ে মুকসুদপুর ও গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের দুইটি দল ঘটনাস্থলে এসে এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে ১০টি পরিবারের নগদ টাকা, মালামাল ও ২০টি ঘর আগুনে পুড়ে সম্পূর্ণ ভাবে ভস্মীভূত হয়ে যায়। রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয় বলে স্থানীয়রা জানায়।
কাশিয়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মশিউর রহমান খান ব্যক্তিগতভাবে প্রতি পরিবারকে দুইটি করে কম্বল, এক বস্তা চাউল, নগদ পাঁচশত টাকা ক্ষতিগ্রস্তদের পরিবারের হাতে তুলে দেন।
বিডি প্রতিদিন/আবু জাফর