১৫ এপ্রিল, ২০২১ ১৪:২৯

শ্রীপুরে শপিংমলে ভ্রাম্যমাণ আদালতের অর্থদণ্ড

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

শ্রীপুরে শপিংমলে ভ্রাম্যমাণ আদালতের অর্থদণ্ড

লকডাউনে দোকান খোলার রাখার অপরাধে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তার বিভিন্ন শপিংমলে ব্যবসায়ীদের অর্থদণ্ড ও তা আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) দুপুর ১টার দিকে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাশলিমা মোস্তারী অভিযান পরিচালনা করেন।

ইউএনও জানান, লকডাউনে সরকারি নির্দেশ অমান্য করায় হাজী মালেক মালেক মাস্টার কমপ্লেক্সের রহিমা কসমেটিকস এন্ড ক্রোকারিজ শপকে ৫ হাজার টাকা, আটটি বিপণী বিতানের প্রত্যেকটিকে ১ হাজার ও একটি দোকানকে ৫০০ টাকাসহ মোট ১৩ হাজার ৫০০ টাকা আর্থিক দণ্ড ও তা আদায় করা হয়।

এসময় শ্রীপুর থানার উপ পরিদর্শক মনিরুজ্জামান, আনসার সদস্য, শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, উপজেলা সাংবাদিক সমিতির অর্থ সম্পাদক সাইফুল আলম সুমনহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর