কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমরমজিদ ইউনিয়নের একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৪টি পরিবারের ৪টি গরু, ৭টি ছাগলসহ একটি ফ্রিজ ও অন্যান্য আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। কুড়িগ্রাম ও উলিপুর উপজেলার ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ১২ টার দিকে বাড়ির লোকজন হঠাৎ রান্নাঘরে আগুন দেখতে পায়। রান্না ঘরের পাটকাঠি ও খড়ি থাকায় আগুনের ভয়াবহতার কারণে তারা কিছু বুঝে ওঠার আগেই পাশের ঘর গুলোতে আগুন লেগে মুহূর্তেই পুড়ে যায় ৪টি, গরু ৭টি ছাগল, ফ্রিজ, আসবাব, জামা কাপড়, জমানো নগদ ৫০ হাজার টাকা, ধান-চাউল সহ ৭টা কক্ষের প্রায় সবকিছু।
এরপর প্রতিবেশীরা দৌড়ে এসে অনেক চেষ্টা করে নেভাতে না পেরে উলিপুর ও কুড়িগ্রাম থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নেভাতে সক্ষম হয়। কুড়িগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র উপ-সহকারী পরিচালক মনোরঞ্জন রায় বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিডি প্রতিদিন/আবু জাফর