মুন্সীগঞ্জের চর মুক্তাপুরে ট্রাকের ধাক্কায় সজিব (২৫) নামে এক যুবক ও শ্রীনগর উপজেলায় অজ্ঞাত গাড়ির চাপায় মো. লাবলু শেখ নামে ৮ বছরের এক শিশু নিহত হয়েছেন।
আজ সোমবার ভোরে সদর উপজেলার চরমুক্তারপুরে ও বেলা ১১টার দিকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এই দুর্ঘটনা ঘটে।
ট্রাকের ধাক্কায় নিহত সজিব ভোলার জেলার দৌলতখান উপজেলার জয়নগর গ্রামের নূর নবীর ছেলে। সে এখানে শাহ সিমেন্ট কারখানার শ্রমিকের কাজ করতেন।
এ ব্যাপারে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, গাড়ির ধাক্কায় নিহত সজিবের বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে ব্যবস্থা নেয়া হবে।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেদায়াতুল ইসলাম ভূঁইয়া জানান, অজ্ঞাত গাড়ি চাপায় গুরুতর আহত শিশুকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করে। এরপর হাসপাতালে নেওয়ার আগেই পথিমধ্যে তার মৃত্যু হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর