বিদ্যুতের মূল্য হার সমন্বয় করতে চায় দেশের দুই বিতরণ কোম্পানি। নিজেদের লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম সমন্বয় চায় ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) ও ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো)। এই প্রতিষ্ঠান দুটি অন্য বিতরণ কোম্পানির তুলনায় ৩৩ কেভিতে থাকা বেশি দর কমিয়ে বিদ্যুতের দাম তাদের সমান করার আবেদন করেছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কাছে সম্প্রতি এ বিষয়ে লিখিত আবেদন করে তারা। বিইআরসির সদস্য (বিদ্যুৎ) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহিদ সারওয়ার গতকাল বাংলাদেশ প্রতিদিনকে বিষয়টি নিশ্চিত করেন। ওজোপাডিকোর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হায়দার আলী বলেন, আমরা বিইআরসির কাছে পাঠানো চিঠিতে বিদ্যুতের দাম সমন্বয় করার কথা বলেছি। রংপুর অঞ্চলের বিতরণ কোম্পানি নেসকো আমাদের মতোই। কিন্তু নেসকো ও আমাদের বাল্ক রেটের মধ্যে পার্থক্য আছে। এতে আমাদের ওপর চাপ তৈরি হয়। আমরা এই গ্যাপ কাভার করতে পারি না। এই গ্যাপ কমানোর জন্যই আমরা বিদ্যুতের মূল্য সমন্বয় করতে বলেছি। ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামীম আহমেদ বলেন, আমরা যা বাল্ক রেটে কিনি তার চেয়ে দশমিক শূন্য দুই আট পয়সা ডিপিডিসির চেয়ে কমে আমাদের রেট। এতে বছরে আমাদের ২০ কোটি টাকার মতো ক্ষতি হয়। আমরা এই ব্যবধান সমান করে দেওয়ার জন্য বিইআরসি কর্তৃপক্ষকে বলেছিলাম। আর আমরা যে বাল্ক রেটে বিদ্যুৎ ক্রয় করি তার চেয়ে আমাদের বিক্রি মূল্য কম। ঢাকা শহরের উত্তরাংশে বিদ্যুৎ বিতরণের দায়িত্বে থাকা ডেসকো, ঢাকার দক্ষিণাংশের বিতরণ কোম্পানি ডিপিডিসির সমান করতে আর খুলনা, বরিশাল অঞ্চলের বিতরণের দায়িত্বে থাকা ওজোপাডিকো, রাজশাহী ও রংপুর অঞ্চলের বিতরণ কোম্পানি নেসকোর সমান বিল করার আবেদন করেছে। চিঠিতে তারা বলেছে, তাদের গ্রাহকদের যে ধরন ও স্তর একই ধরন ওই কোম্পানি দুটির। তাই পাইকারি বিদ্যুতের দর একই সমান হওয়া উচিত। ৩৩ কেভিতে ডিপিডিসির তুলনায় ইউনিট প্রতি প্রায় ৩ পয়সা হারে বাড়তি বিল দিচ্ছে ডেসকো। ডিপিডিসি ইউনিট প্রতি বিল দিচ্ছে ৮.৫৬০০ টাকা হারে। একই স্তরে ডেসকোকে পরিশোধ করতে হচ্ছে ৮.৫৮৮০ দরে। অন্যদিকে নেসকোর তুলনায় ৪১ পয়সা হারে বেশি বিল দিতে হচ্ছে ওজোপাডিকোকে। নেসকো ইউনিট প্রতি ৭.০৪ টাকা হারে বিল দিলেও ওজোপাডিকোকে দিতে হচ্ছে ৭.৪৬ টাকা।
শিরোনাম
- প্রাইজবন্ডের ১১৯তম ‘ড্র’ আজ
- শ্রমিকদের মানবাধিকার নিশ্চিতের দাবি ব্রিটিশ এমপি আফসানার
- ‘মুক্তিযোদ্ধা’র সনদ বাতিলের তালিকায় আলোচিত নামগুলো কারা?
- আইফোন ১৭-কে টপকে যাবে অ্যান্ড্রয়েড?
- 'একজন যোদ্ধা', ইরফানকে নিয়ে যা বললেন ছেলে বাবিল
- “সবাই খুনি”—সীমা পাহওয়ার বলিউড ত্যাগের নেপথ্য ক্ষোভ
- গাজীপুরে স্বাস্থ্যসেবা টেকসই করতে ওরিয়েন্টেশন সভা
- রেনাটার পৃষ্ঠপোষকতায় ক্যান্সার অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের মহৎ উদ্যোগ
- ফেনীতে ঘুমন্ত অবস্থায় স্বামী-স্ত্রীর হাত-পা বেঁধে স্বর্ণ ও নগদ অর্থ লুট
- বাংলাদেশে আনুষ্ঠানিক অনুমোদন পেল স্টারলিংক
- পরশুরামে সিএনজি চুরির হিড়িক, ঘরের তালা ভেঙে উধাও
- সুবর্ণা, শাওনসহ ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা
- ‘অনুমানে দুইয়ে দুইয়ে চার না মেলানোই ভালো’
- আরাকান আর্মির বন্দিদশা থেকে ২০ দিন পর দেশে ফিরলেন মুফিজ
- গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ, বাবা-ছেলে গ্রেফতার
- নবীনগরে দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, আহত ২০
- সচিবালয়ে স্টিকারবিহীন যানবাহন প্রবেশে নিষেধাজ্ঞা
- ভারতে পাঠ্যবই থেকে বাদ মোগল-সুলতানি ইতিহাস
- কাশ্মীর ইস্যু: প্রতিশোধ নিতে সামরিক হামলার ‘সবুজ সংকেত’ দিলেন মোদি
- শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ
প্রকাশ:
০০:০০,
বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
আপডেট:
০১:০২,
বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
বিদ্যুতের দাম সমন্বয় করতে চায় ডেসকো ওজোপাডিকো
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর