কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকা যাওয়ার পথে দুই যুবককে ইয়াবাসহ আটক করা হয়েছে। তারা হলেন মাদারীপুরের জাকির হোসেন (২৬) ও বরিশালের তানভীর আহমদ (৩০)। এর মধ্যে তানভীর বিমানবন্দরের চাকরিচ্যুত কর্মী।
বিমানবন্দর কর্র্তৃপক্ষ জানায়, ব্যাগ তল্লাশির সময় ক্রিকেট ব্যাটের ভিতরে গর্ত করে ৫ হাজার ১০০ পিস ইয়াবা লুকানো ছিল। তারা দুজনই ইউএস-বাংলার (বিজি-১৪৪) ফ্লাইটের যাত্রী ছিলেন। পরে আটক যুবকদের কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। কক্সবাজার সদর মডেল থানার ওসি ইলিয়াস খান বলেন, আটকরা ঢাকাগামী ফ্লাইটের যাত্রী ছিলেন। ফ্লাইট ধরতে তারা সকাল সোয়া ১০টার দিকে বিমানবন্দরে যান। ব্যাগ ও মালামাল স্ক্যানিং করার সময় ক্রিকেট ব্যাটের ভিতর থেকে ৫ হাজার ১০০ পিস ইয়াবা জব্দ ও তাদের আটক করা হয়। ইলিয়াছ খান জানান, আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কক্সবাজার সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।