ভারতের ছত্তিশগড়ে এক তরুণের ‘একতরফা প্রেম’ শেষ পর্যন্ত রূপ নিল ভয়াবহ ষড়যন্ত্রে। প্রেমে ব্যর্থ হয়ে তিনি প্রেমিকার স্বামীকে উপহার দেন স্পিকারের আড়ালে লুকানো আইইডি বোমা। ভাগ্যক্রমে সময়মতো সতর্ক হওয়ায় অল্পের জন্য প্রাণে বাঁচেন ওই স্বামী।
স্থানীয় পুলিশ জানায়, গত শুক্রবার খয়রাগড়-ছুইখাদান-গান্ডাই জেলার মানপুর গ্রামে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার হওয়া মূল অভিযুক্তের নাম বিনয় ভার্মা (২০), যিনি আইটিআই ডিপ্লোমাধারী ও পেশায় ইলেকট্রিশিয়ান। তাঁর সঙ্গে আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বিস্ফোরণের লক্ষ্য ছিলেন স্থানীয় ইলেকট্রিশিয়ান আফসার খান, যার একটি ছোট দোকান রয়েছে। ঘটনার কয়েক দিন আগে তিনি একটি উপহার পান। উপহারটির গায়ে তাঁর নাম লেখা থাকলেও প্রেরকের নাম ছিল না। শুক্রবার দোকান খোলার পর তিনি সেটি খোলেন এবং লক্ষ্য করেন, স্পিকার অস্বাভাবিকভাবে ভারী।
সন্দেহ হওয়ায় তিনি থানায় ফোন দেন। পরে পুলিশ, বোম্ব ডিটেকশন অ্যান্ড ডিসপোজাল টিম (বিডিডিএস) ও প্রশিক্ষিত কুকুরের সহায়তায় ভেতরে লুকানো প্রায় দুই কেজি ওজনের আইইডি শনাক্ত করে।
পুলিশের এক কর্মকর্তা জানান, প্রথমে বিষয়টি ক্লুবিহীন মনে হলেও প্রযুক্তিগত প্রমাণের সূত্র ধরে তাঁরা মূল আসামিকে শনাক্ত করেন। তদন্তে দেখা যায়, বিনয়ের ফোন থেকে তিনি অনলাইনে খুঁজছিলেন—‘কীভাবে বোমা তৈরি করা যায়’ এবং ‘কীভাবে পুলিশের কাছে ধরা না পড়া যায়’।
আফসার খান জানান, তাঁর স্ত্রী আগেই সতর্ক করেছিলেন যে, বিয়ের আগে বিনয় তাঁকে অনুসরণ করতেন এবং ক্ষতি করার চেষ্টা করতে পারেন। এই সতর্কতাই তাঁকে উপহারটি নিয়ে সন্দেহ করতে বাধ্য করে।
গ্রেপ্তারের পর বিনয় ভার্মা পুলিশের কাছে স্বীকার করেন, শৈশব থেকে একই স্কুলে পড়ার সময় আফসারের স্ত্রীর প্রতি তাঁর গভীর টান তৈরি হয়েছিল। সেই ‘একতরফা ভালোবাসা’ তাঁকে এ চরম অপরাধে ঠেলে দেয়।
সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস
বিডি প্রতিদিন/আশিক