গাজাবাসীর ট্যুরিস্ট ভিসার কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে ট্রাম্প প্রশাসন। স্টেট ডিপার্টমেন্টের ঘোষণায় উল্লেখ করা হয়েছে, গাজার অধিবাসীদের মধ্যে যারা যুক্তরাষ্ট্রে ভিজিট ভিসার আবেদন করেছেন তাদের আবেদন বিস্তারিতভাবে পর্যালোচনা করা হবে। এজন্য ভিসা প্রদানের বিষয়টি স্থগিত ঘোষণা করা হলো।
দক্ষিণপন্থি রাজনৈতিক সংগঠক লোরা রুমারের একটি বিবৃতির পর প্রেসিডেন্ট ট্রাম্পের আগ্রহে এমন স্থগিতাদেশ এসেছে বলে অনেকের ধারণা। গত নির্বাচনে ট্রাম্পের পক্ষে কাজ করা লোরা রুমার শুক্রবার সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, গাজার লোকজন নিয়ে যেসব ফ্লাইট যুক্তরাষ্ট্রে আসছে সেগুলো যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য প্রচণ্ড হুমকি। এর পরদিনই গাজাবাসীর ট্যুরিস্ট/ভিজিট ভিসার কার্যক্রম স্থগিতের আদেশ দিল স্টেট ডিপার্টমেন্ট। উল্লেখ্য, ওহাইয়োভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্থা ‘হিল প্যালেস্টাইন’র পক্ষ থেকে ইসরায়েলি আগ্রাসনে মারাত্মকভাবে আহতদের চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে এনেছিল ভিজিট ভিসায়। এখন সে প্রক্রিয়াটিকেও ধামিয়ে দেওয়া হলো-যা অমানবিক আচরণের বহিঃপ্রকাশ বলে অনেকে মন্তব্য করছেন। জানা গেছে, চলতি মাসে গাজা থেকে ৬৩ জনকে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রের ৯ সিটির হাসপাতালে এনেছে ‘হিল প্যালেস্টাইন’। তাদের চিকিৎসা শেষ হলে মিসরে ফিরে যাবে স্বজনের সঙ্গে মিলিত হতে। এ সংস্থাটি গত বছর গাজায় ক্ষুধার্ত মানুষের জন্য রান্না করা খাবার বিতরণের কাজও করেছে। এ সংস্থার কো-ফাউন্ডার ড. জিনা সালমান বলেন, চিকিৎসার্থে গাজার অসহায় লোকজনকে যুক্তরাষ্ট্রে আনার ব্যাপারটি স্বাভাবিক কোনো ব্যাপার নয়। এটি হচ্ছে জীবন-মরণ সমস্যায় মানবিকতার দৃষ্টি নিয়ে পাশে দাঁড়ানোর শামিল। এ অবস্থায় ভিসা কার্যক্রম স্থগিতের পদক্ষেপ নেওয়ায় গাজায় মানবিক বিপর্যয়ের চরম পন্থা অবলম্বন করা হলো।