ফেনী শহরের রামপুর সওদাগর বাড়ি, সৈয়দ বাড়ি লেনের নাজমা নিবাসে গ্রিল কেটে ঘরে ঢুকে স্বামী-স্ত্রীকে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করেছে দুর্বৃত্তরা। সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
ঘটনার পর ভুক্তভোগী পরিবার ফেনী মডেল থানায় অভিযোগ দায়ের করেছে। ফেনী শহর পুলিশ ফাঁড়ির এসআই আক্তার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, মো. সিরাজ উদ্দিন সৈয়দ বাড়ি লিংক রোডের নাজমা নিবাসের দ্বিতীয় তলায় ছেলে-মেয়ে নিয়ে ভাড়া বাসায় বসবাস করছেন। সোমবার রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে দুইজন অজ্ঞাত ব্যক্তি তার বাসার জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। তারা সিরাজ উদ্দিন ও তার স্ত্রী ফেরদৌসী আক্তারকে ঘুমন্ত অবস্থায় গামছা দিয়ে হাত-পা বেঁধে, ছুরি দেখিয়ে হত্যার হুমকি দিয়ে আলমারি থেকে সাড়ে ১২ ভরি স্বর্ণালংকার ও নগদ ২ লাখ ১৮ হাজার টাকা লুট করে নেয়।
ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সামছুজ্জামান জানান, বিষয়টি শহর এলাকায় হওয়ায় শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, “আশা করছি দ্রুত জড়িতদের গ্রেপ্তার করা সম্ভব হবে।”
বিডি প্রতিদিন/আশিক