বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, গ্যাস আর ব্যাংকিং সংকট নিয়ে উৎপাদনমুখী শিল্প আজ চরম বিপর্যয়ে। গ্যাস সংকটের কারণে শিল্প কারখানায় মেশিনারিজ চালু করা যাচ্ছে না। আর ব্যাংক শিল্পকে সহযোগিতা করছে না। যার ফলে প্রতিদিনই আমাদের লোকসান হচ্ছে। বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। মোহাম্মদ হাতেম বলেন, বিদ্যুতের সমস্যাও আছে। তবে বিদ্যুৎ থেকে গ্যাসের সমস্যাই শিল্পের জন্য বড় সমস্যা। গ্যাস সংকটে উৎপাদন বন্ধ রাখতে বাধ্য হচ্ছি। এই মুহূর্তে গ্যাস সংকট চরমে। মাঝে গ্যাস ভালো ছিল। গত কয়েক দিন ধরে ঢাকা, নারায়ণগঞ্জ, আশুলিয়া, শিল্পাঞ্চলে চরম সংকট চলছে। কোথাও গ্যাসের চাপ জিরো, কোথাও শূন্য দশমিক পাঁচ শতাংশ আবার কোথাও এক শতাংশ। গ্যাসের এমন চাপে শিল্প চালানো যাচ্ছে না। ফলে মেশিন বন্ধ রাখতে হচ্ছে। বিকেএমইএ সভাপতি বলেন, ব্যাংক শিল্পকে সহযোগিতা করছে না। প্রতিনিয়ত চরম অসহযোগিতা চলছে। নানা রকম সংকট ব্যাংকের সঙ্গে। ব্যাংক ব্যাক টু ব্যাক এলসিতে বিলম্ব করছে। ওভার ডিও হলে বন্ধ করে দিচ্ছে। পণ্য অর্ডার নেওয়ার পর ব্যাক টু ব্যাক এলসি দিচ্ছে না। দেখা যায়, ২০ দিন ধরে ব্যাংক ঘুরাল। এরপর যখন পণ্য রেডি করা হয় তখন বায়ার বলে এ মাল শিপমেন্টের ডেট মিস করছ। এবার এয়ার শিপমেন্ট কর, না হয় ডিসকাউন্ট দাও। এতে আমাদের লোকসান হচ্ছে।