বখাটেদের উৎপাত থেকে রক্ষা করতে বাক ও মানসিক প্রতিবন্ধী এক নারী ও তার নবজাতক কন্যা সন্তানকে আশ্রয় দেন গৃহবধূ রুমা বেগম। আশ্রয়দাতা রুমা শিশুটির নাম রেখেছেন ‘রাইসা’।
গত এক সপ্তাহ আগে প্রতিবন্ধী ওই নারীর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অপরদিকে পরিচয়হীন শিশুটিকে উদ্ধার করেছেন গলাচিপা থানার অফিসার ইনচার্জ এমআর শওকত আনোয়ার ইসলাম। পরে উপজেলা সমাজসেবা শিশু কল্যাণ বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
ঘটনাটি ঘটেছে গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের হরিদেবপুর মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায়। আশ্রয়দাতা গলাচিপার গোলখালী ইউনিয়নের হরিদেবপুর গ্রামের রুমা ও তার স্বামী বারেক মিয়া পেশায় দিন মজুুুুর। গভীর রাতে নারী কণ্ঠের কান্নার শব্দ পেয়ে ঘরের বাইরে গিয়ে দেখতে পান প্রতিবন্ধী এ নারীকে। পরে প্রতিবন্ধী নারীকে আশ্রয় দিয়ে থাকা খাওয়ার ব্যবস্থা করেন এ দম্পতি।
রুমা বেগম বলেন, ‘গত পাঁচ মাস আগে গভীর রাতে রাস্তায় নারী কণ্ঠের কান্নাকাটির শব্দ শুনি। এই সময় কিছু বখাটের হাত থেকে রক্ষা করে ওই প্রতিবন্দি নারীকে আশ্রয় দিলে গত ৬ এপ্রিল রাতে সে একটি কন্যা সন্তানের জন্ম দেয়। ওরা এখন সুস্থ আছে। আমি সমাজসেবার আইনমত শিশুটিকে দত্তক নিব।’
গলাচিপা থানার অফিসার ইনচার্জ এমআর শওকত আনোয়ার ইসলাম বলেন, ‘পরিচয়হীন একটি শিশুর জন্মের কথা শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। শিশুটিকে উদ্ধার করে আপাতত প্রতিবন্ধী নারীকে আশ্রয়দাতা রুমার কাছেই দিয়েছি। ’
এছাড়াও গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার বলেন, ‘উপজেলা সমাবসেবার শিশু কল্যাণ বোর্ডে আগ্রহী কেউ আবেদন করলে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। শিশুটির খাদ্য ও চিকিৎসার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।’
বিডি প্রতিদিন / অন্তরা কবির