হিলিতে বজ্রপাতে পানের বরজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পানের বরজের প্রায় ৪০ শতাংশ পুড়ে গেছে।
বুধবার (২১ এপ্রিল) রাত আনুমানিক ১১টার দিকে সীমান্তের নয়ানগর গ্রামের ছানোয়ার হোসেনের পানের বরজে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত কৃষক ছানোয়ার হোসেন জানান, গতকাল বুধবার রাতে নিজ বাড়িতে ছিলাম। হঠাৎ আকাশে বজ্রপাত হচ্ছিল। কিছুক্ষণ পর স্থানীয়রা দেখতে পায় আমার পানের বরজে আগুন জ্বলছে।
পরে প্রতিবেশীদের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণে আনি। এতে আমার পানের বরজের প্রায় ৪০ শতাংশ পুড়ে গেছে।
বিডি প্রতিদিন/আবু জাফর