মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৫ম ব্যাচের শিক্ষার্থী মো. ফজলুল হক মিঠু (৩০) মোটরসাইকেল যোগে নরসিংদী যাবার পথে মঙ্গলবার সকাল ১০টায় ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির পাশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন। নিহত মিঠু কড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার দেওয়ানের খামার গ্রামের মো. জমসের আলীর ছেলে।
তার মৃত্যুতে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলাউদ্দিন গভীর শোক প্রকাশ করেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ আর এম সোলাইমান, রেজিস্ট্রার ড. ইঞ্জি. মোহা. তৌহিদুল ইসলাম ও মাভাবিপ্রবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও শোক জানানো হয়।
বিডি প্রতিদিন/আল আমীন