কক্সবাজারের টেকনাফ থানার পুলিশ পৃথক অভিযান চালিয়ে ১ হাজার ইয়াবা ও একটি এলজি ও দুই রাউন্ড কার্তুজসহ দুই যুবককে আটক করেছে।
মঙ্গলবার রাতে উপজেলার পৌরসভা এলাকা ও সাতঘরিয়া পশ্চিম পাড়া থেকে ইয়াবা ও অস্ত্রসহ তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, টেকনাফ সদর ইউনিয়নের মিঠাপানির ছড়া এলাকার মোঃ হোসেনের ছেলে মো. রফিক (২৫) ও হোয়াইক্যং ইউনিয়নের পশ্চিম সাতঘরিয়া পাড়া এলাকার জাফর আহাম্মদের ছেলে মোহাম্মদ নুর (২২)।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জানান, মঙ্গলবার রাতে তারই নিদের্শনায় পুলিশের একটি বিশেষ চৌকষ টিম পশ্চিম সাতঘরিয়া পাড়া এলাকায় অভিযান চালিয়ে এক যুবককে আটক করতে সক্ষম হয়। পরে উপস্থিত স্বাক্ষীদের সামনে আটকের হেফাজতে থাকা একটি এলজি, দুই রাউন্ড কার্তুজ ও দুটি রামদা উদ্ধার করা হয়।
এছাড়া অপরদিকে, একই দিন রাতে পৌরসভার ঈদগাহ মাঠের পূর্ব পাশে অভিযান চালিয়ে রফিক নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়। পরে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আটকের শরীরে তল্লাশী করে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও একটি ব্যবহৃত মোবাইল ফোন পাওয়া যায়।
তিনি আরো জানান, আটকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে কক্সবাজার আদালতে প্রেরণ করা হবে।
বিডি প্রতিদিন/হিমেল