কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক রাজমিস্ত্রীর মৃত্যু ঘটেছে। নিহত মিস্ত্রীর নাম মফিজুল ইসলাম (৪০)। তিনি উলিপুর পৌর এলাকার ডারার পাড় গ্রামের নুর উদ্দিনের ছেলে। ঘটনাটি শনিবার সন্ধ্যার আগে পৌরসভার ডারার পাড় গ্রামে ঘটে।
এলাকাবাসীরা জানান, মফিজুল ইসলাম শনিবার বিকেলে তার বাড়ির মোটর দিয়ে পানি তোলার সময় আকস্মিকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ধাক্কায় পুকুরে পড়ে যান। এ সময় আশপাশের লোকজন তার পানিতে পড়ে যাওয়ায় সেখান থেকে উদ্ধার করে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল চিকিৎসক (আরএমও) মাঈদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বিডি প্রতিদিন/আল আমীন