৬ মে, ২০২১ ১৪:১৮

তেঁতুলিয়ায় শিশু ও বয়স্কদের ঈদ উপহার প্রদান

পঞ্চগড় প্রতিনিধি:

তেঁতুলিয়ায় শিশু ও বয়স্কদের ঈদ উপহার প্রদান

প্রতিবছরের মতো এবারেও পঞ্চগড়ের তেঁতুলিয়ায় স্বেচ্ছাসেবী সংগঠন শিশু স্বর্গ ফাউন্ডেশনের উদ্যোগে শিশু ও অসহায় বয়স্কদেরকে ঈদ উপহার দেয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে রওশন আরা শিশু স্বর্গ বিদ্যানিকেতন মাঠে আনুষ্ঠানিকভাবে এসব উপহার তুলে দেয়া হয়। 

এসময় প্রতিষ্ঠানটির তিনশ শিশুর হাতে ঈদের পোশাক তুলে দেয়া হয়। করোনাকালীন গরীব ও দুস্থ মানুষদের অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করে তুলতে প্রায় পঞ্চাশ জন অসহায় গরীব দুস্থ মানুষকে দেয়া হয় নগদ পাচ হাঁজার টাকা ও একটি করে ছাগল। 

ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মাহমুদুর রহমান ডাবলু, তেতুলিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান আনিছুর রহমান, শিশু স্বর্গ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক কবির আহমেদ আকন্দ. রওশন আরা শিশু স্বর্গ বিদ্যানিকেতন প্রধান শিক্ষক আতাউর রহমান প্রমুখ। 

২০০৯ সালে প্রতিষ্ঠার পর থেকে প্রতিষ্ঠানটি প্রতিবছর শিশুদের হাতে খাবার এবং ঈদের পোশাক বিতরণ করে আসছে। সংগঠনটি পৃথিবী ব্যাপি জলবায়ুর ভারসাম্য বজায় রাখতে এবছর তেতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত এক কোটি বৃক্ষ রোপনের উদ্যোগ নিয়েছে।

বিডি প্রতিদিন/ মজুমদার 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর