৭ মে, ২০২১ ২০:৩২

করোনাযোদ্ধা কনস্টেবল নাজমুল হোসেন স্মৃতি লাইব্রেরির ভিত্তি স্থাপন

দিনাজপুর প্রতিনিধি

করোনাযোদ্ধা কনস্টেবল নাজমুল হোসেন স্মৃতি লাইব্রেরির ভিত্তি স্থাপন

করোনায় মৃত্যু মারা যাওয়া পুলিশ কনস্টেবল মো. নাজমুল হোসেন স্মরণে দেশের প্রথম দিনাজপুরের খানসামা থানায় ‘করোনা যোদ্ধা কনস্টেবল নাজমুল হোসেন স্মৃতি লাইব্রেরি’র ভিত্তি স্থাপন করা হয়েছে।

শুক্রবার সকালে খানসামা থানার ওসি শেখ কামাল হোসেনের পরিকল্পনা ও উদ্যোগে উপজেলা পরিষদের অর্থায়নে, উপজেলা প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় থানা চত্বরে এই লাইব্রেরির ভিত্তি প্রস্থর স্থাপন করেন কনস্টেবল মো. নাজমুল হোসেনের বাবা মো. শরিফউদ্দীন ও ৬ বছর বয়সী ছেলে সোয়েব জামান।

এসময় খানসামা উপজেলা নির্বাহী অফিসার আহমেদ মাহবুব-উল-ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল) ওয়ারেস হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, ওসি শেখ কামাল হোসেন, ওসি (তদন্ত) মো. মমিনুজ্জামান, ভেড়ভেড়ী ইউপি চেয়ারম্যান হাফিজ সরকার, কনস্টেবল মো. নাজমুল হোসেনের মা মোছা. নুরনেহার খাতুন, স্ত্রী শারমিন আক্তার লাভলী, ১০ বছর বয়সী মেয়ে সানজিদা আক্তার সাথী প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, করোনায় মৃত্যুবরণকারী পুলিশ কনস্টেবল নাজমুল হোসেন খানসামা উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের খামার বিষ্ণুগঞ্জ গ্রামের সন্তান। তিনি ২০০৭ সালে বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে যোগদান করেন। ২০২০ সালের ১৬ অক্টোবর গাইবান্ধা পুলিশ সুপার কার্যালয়ের একাউন্টিং শাখায় কমর্রত থাকা অবস্থায় করোনায় আক্রান্ত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর