১২ মে, ২০২১ ১৭:০৮

বগুড়ায় কখন কোন মসজিদে ঈদের জামাত

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় কখন কোন মসজিদে ঈদের জামাত

করোনা মহামারীতে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ ঈদগাহে না করার জন্য আগে থেকেই সরকারের নিষেধাজ্ঞা থাকায় বগুড়াতে পবিত্র ঈদের নামাজ মসজিদে-মসজিদে অনুষ্ঠিত হবে। 

বগুড়ায় গত দুই ঈদের নামাজের মত এবারও কেন্দ্রীয়ভাবে কোথাও ঈদের জামাত হবে না। তবে শহরের বৃহৎ দুটি মসজিদের মধ্যে বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টা ৪৫ মিনিটে। এই জামাতের ইমামতি করবেন মুফতি মাওলানা আব্দুল কাদের।

একই মসজিদে দ্বিতীয় জামাত হবে সকাল সাড়ে ৮টায়। আবার কেন্দ্রীয় বড় মসজিদে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টা ৪৫ মিনিটে। প্রথম জামাতে ইমামতি করবেন মাওলানা আলী আসগার। এছাড়াও প্রত্যেক পাড়া মহল্লাহর মসজিদে মসজিদে দুই থেকে ততোধিক ঈদের জামাত অনুষ্ঠিত হবে। 

বগুড়ার জেলা প্রশাসক জিয়াউর রহমান কালেক্টরেট মসজিদে, পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা পুলিশ লাইন্স মসজিদে এবং পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশা বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদে ঈদের জামাতে অংশ নিবেন। 

এছাড়াও বেশ কিছু সমজিদ কর্তৃপক্ষ নিজ নিজ মসজিদের নামাজের সময়সূচি আগের ঘোষণা করেছে। এর মধ্যে ২০ নং ওয়ার্ডের দক্ষিণ ধাওয়াপাড়া বাইতুস ছালাম জামে সমজিদে প্রথম জামাত সকাল ৮টায় দ্বিতীয় জামাত সকাল পৌনে ৯টায় অনুষ্ঠিত হবে। ১৪ নং ওয়ার্ডের ছিলিমপুর দক্ষিণ পাড়া জামে মসজিদে সকাল ৯টায় ঈদের জামাত হবে। বৃন্দাবনপাড়া জামে মসজিদে ঈদের জামাত সকাল ৮ টায় অনুষ্ঠিত হবে। বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস এর ঈদের জামাত হবে ফতেহআলী সেতু সংলগ্ন মসজিদে মুবারকে সকাল ৮টায়। এই জামাতে নারীরাও অংশ নিতে পারবেন বলে জানান হয়েছে।

বিডি প্রতিদিন/আল আমীন

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর