১৩ মে, ২০২১ ২৩:১৪

ঈদযাত্রায় পাটুরিয়া ফেরিঘাট থেকে পৌনে দুই কোটি টাকা রাজস্ব আদায়

অনলাইন ডেস্ক

ঈদযাত্রায় পাটুরিয়া ফেরিঘাট থেকে পৌনে দুই কোটি টাকা রাজস্ব আদায়

মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট থেকে ঈদযাত্রার তিন দিনে অর্থাৎ ১০ থেকে ১২ মে পর্যন্ত এক কোটি ৭৫ লাখ ৩৪২ টাকা রাজস্ব আদায় হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)।

এবারের ঈদযাত্রায় পাটুরিয়া ফেরিঘাট হয়ে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের প্রায় ২১ জেলার মানুষ ব্যক্তিগত গাড়ি নিয়ে বা কোনো গাড়ি ছাড়াই পদ্মা পার হয়েছেন। এছাড়া সাধারণ পণ্যবোঝাই ট্রাকও পার হয়েছে।

জানা যায়, ১০ মে পাটুরিয়া ঘাট হয়ে যানবাহন পার হয়েছে ৩৮৮৫টি। আর এতে সরকার রাজস্ব পেয়েছে ২৬ লাখ ৭৪ হাজর ৯৮৪ টাকা, ১১ মে যানবাহন পার হয়েছে ৪২৪২টি। আর সরকার রাজস্ব পেয়েছে ২১ লাখ ৭৬ হাজার ১০৪ টাকা এবং ১২ মে যানবাহন পার হয়েছে ৯২৬৩টি। এতে সরকার রাজস্ব পেয়েছে ৪৯ লাখ ২৪ হাজার ২৫৪ টাকা। 

বিআইডব্লিউটিসি পাটুরিয়া ঘাটের বাণিজ্য বিভাগের এজিএম নাছির মোহাম্মদ চৌধুরী জানান, ঈদযাত্রার ১০ থেকে ১২ মে পর্যন্ত এক কোটি ৭৫ লাখ ৩৪২ টাকা রাজস্ব আদায় হয়েছে। 

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর