নেত্রকোনার কলমাকান্দায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলিফ নামের ১৫ মাস বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রবিবার সকালে উপজেলার লেঙ্গুরা ইউনিয়নের গৌরিপুর গ্রামের নিজ বসত ঘরে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত আলিফ ওই গ্রামের অটোরিকশা চালক তোতা মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, নিজ ঘরেই প্রতিদিন অটোরিকশার ব্যাটারি চার্জ করতেন তোতা মিয়া। আজও সকালে চার্জ দেবার সময় ঘরের ভেতরেই শিশুটি ব্যাটারিতে স্পর্শ করলে বিদ্যুৎতায়িত হয়। পরে তাকে উদ্ধার করে দ্রুত কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কলমাকান্দার থানার ওসি এটিএম মাহমুদুল হক সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার