জামালপুর সদরের নরুন্দিতে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ফয়সাল নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, জামালপুর সদর উপজেলার কচুনধরা গ্রামের কলেজ পড়ুয়া এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে পার্শ্ববর্তী গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে ফয়সাল হক। গত শনিবার রাতে বিয়ের কথা বলে ফয়সাল ওই কলেজ ছাত্রীকে তার খালার বাড়ি মহিশুড়া গ্রামে ডেকে নেয়। পরে সেখানে একটি মৎস্য খামারে আটকে রেখে তাকে রাতভর ধর্ষণ করে ফয়সাল।
এসময় ফয়সালের বন্ধু আলমগীর, অপু, শাহীন ও খোকা তাকে সহায়তা করে। এ ঘটনায় ওই কলেজ ছাত্রী নিজে বাদী হয়ে ফয়সালসহ ৫ জনকে আসামি করে জামালপুর থানায় মামলা দায়ের করে। পরে পুলিশ ধর্ষণের অভিযোগে ফয়সালকে গ্রেফতার করে।
জামালপুর সদর থানার ওসি (তদন্ত) মো: দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আসামি ফয়সালকে সোমবার (১৭ মে) দুপুরে আদালতে সোপর্দ করে।
বিডি-প্রতিদিন/তাফসির আব্দুল্লাহ