ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ভুল্লী দর্জি বিজ্ঞান টেকনিক্যাল ফার্মের অধীনে ৫০ জন নারীর দুই মাসের কাপড় সেলাই কাজের প্রশিক্ষণ শেষ হয়েছে।
এ উপলক্ষে আজ বুধবার সকালে উপজেলার বড়বাড়ী ইউনিয়নের লতিফুন নেছা মডেল স্কুলে এক বিদায় ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করেন প্রশিক্ষণার্থীরা।
অনুষ্ঠানে বক্তব্য দেন লতিফুন নেছা মডেল স্কুলের অধ্যক্ষ বিকাশ চন্দ্র সরকার, সহকারী প্রধান সাদ্দাম হোসেন, ভুল্লী দর্জি বিজ্ঞান টেকনিক্যাল ফার্মের সুপার ভাইজার রেজাউল করিম, সিনিয়র প্রশিক্ষক প্রবীর কুমার রায়, সাংবাদিক আল মামুন জীবন ও মাজেদুল ইসলাম।
ভুল্লী দর্জি বিজ্ঞান টেকনিক্যাল ফার্মের সুপার ভাইজার রেজাউল করিম বলেন, 'ঠাকুরগাঁও জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়নগুলোতে এক বছরে প্রায় ২ হাজার নারীকে এ প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। যাদের মধ্যে শতাধিক নারী এখন বিভিন্ন টেইলার্সে সেলাই কাজ করছেন।'
বিডি প্রতিদিন/ অন্তরা কবির