যশোরের বেনাপোলে করোনাভাইরাস নিয়ন্ত্রণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেনাপোল বন্দর মিলনায়তনে ভারতফেরত বাংলাদেশিদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তা ও সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এসময় খুলনা বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেন বলেন, দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোলকে সুরক্ষিত রাখার জন্য সরকারের পাশাপাশি সকল ফ্রন্টলাইনারদের সমন্বিতভাবে কাজ করতে হবে। ভারতীয় ট্রাকচালক এবং সহকারীদের মাধ্যমে যাতে কোভিড ছড়াতে না পারে সেজন্য বিজিবি-পুলিশসহ বন্দর এবং কাস্টমস সমন্বয়ে একটি টিম কাজ করে যাচ্ছে।
সভায় যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খাঁন, জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ার্দ্দার, বিজিবির কমান্ডিং অফিসার সেলিম রেজা কাস্টমস কমিশনার আজিজুর রহমান, বন্দর পরিচালক আব্দুল জলিল জেলা সিভিল সার্জন মো. শাহীনসহ উপস্থিত কর্মকর্তা ও নেতৃবৃন্দ বেনাপোল বন্দর এলাকা সুরক্ষার জন্য পরামর্শ প্রদান করেন।
বিডি প্রতিদিন/এমআই