টাঙ্গাইল শহরে পরপর দু’টি নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে এবং বিকেলে শহরের বটতলা সিএনবি রোডের পাশে আবর্জনা থেকে এ দুটি লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, টাঙ্গাইল শহরের বটতলা সিএনবি রোডের পাশে ময়লা আবর্জনায় পলিথিনে মোড়ানো একটি নবজাতকের লাশ দেখা যায়। পরে এক পথচারী ৯৯৯ কল দেয়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে একই রোডে বিকেল ৩ টার দিকে আরেকটি নবজাতকের লাশ দেখতে পেরে পুলিশকে খবর দেয়া হয়।
এ ব্যাপারে টাঙ্গাইল সদর থানার ওসি মীর মোশারফ হোসেন বলেন, প্রথমে দুপুরের দিকে খবর পেয়ে একটি নবজাতকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পরে লাশটি সুরতহাল করে সৎকার করা হয়। নিহতের নাভি কাটা এবং পলিথিনে মোড়ানো অবস্থায় ছিলো। পরে বিকেলে একই এলাকায় নর্দমা থেকে আরেকটি নবজাতকের লাশ উদ্ধার করা হয়। নিহতের লাশ পলিথিন মোড়ানো ছিলো।
বিডি প্রতিদিন/এ মজুমদার