গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ বলেছেন, ফুলপুর পৌরসভাকে মডেল ও অত্যাধুনিক পৌরসভায় রূপান্তরিত করতে সব ধরনের ব্যবস্থা করা হবে।
শুক্রবার বিকাল সাড়ে ৪টায় ফুলপুর পৌরসভা কর্তৃক আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, আমার পিতা সদ্য মরণোত্তর একুশে পদকপ্রাপ্ত ভাষা সৈনিক এম শামসুল হক আমৃত্যু ফুলপুর ও তারাকান্দাবাসীর সেবা করে গেছেন। জনগণ ও আওয়ামী লীগের প্রতি ছিল তার অকৃত্রিম শ্রদ্ধা ও ভালোবাসা। আমিও পিতার মতোই আজীবন জনগণের সেবা করে যেতে চাই। আগামী ১ থেকে ২ মাসের মধ্যেই আপনারা এ পৌরসভার উন্নয়ন দেখতে পাবেন, ইনশা-আল্লাহ।
এসময় নবনির্বাচিত পৌর মেয়র শশধর সেনের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, উপজেলা চেয়ারম্যান আতাউল করিম রাসেল, উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার, ওসি ইমারত হোসেন গাজী, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ হাকিম সরকার, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-২ আব্দুল খালেক, তারাকান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শ্রী প্রদীপ কুমার চক্রবর্তী রণঠাকুর, সাধারণ সম্পাদক বাবুল মিয়া সরকার, ফুলপুর উপজেলা ভাইস চেয়ারম্যান আনিছুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকি, তারাকান্দা উপজেলা ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বাদশা আলমগীর, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তানজিল আহমেদ, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, পৌরসভার কাউন্সিলর, কর্মকর্তা, কর্মচারী প্রমুখ। এর আগে প্রধান অতিথিকে ফুলপুর পৌরসভার পক্ষ থেকে লাল গালিচা ও ফুলেল শুভেচ্ছা, অভিনন্দন ও মানপত্র প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ