ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইয়েমেন থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের কারণে দেশটির কেন্দ্রীয় অঞ্চলে সতর্কতা সাইরেন বাজানো হয়েছে। এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করেছে শুক্রবার সকালে তেল আবিব এবং কেন্দ্রীয় অঞ্চলের অন্যান্য স্থানে বিমান হামলার সাইরেন বাজানো হয়েছে।
ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, তাদের বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা প্রজেক্টাইলটি রুখে দিয়েছে।
ইসরায়েলের ম্যাগেন ডেভিড অ্যাডোম (এমডিএ) জরুরি প্রতিক্রিয়া পরিষেবা জানিয়েছে, তারা এখনও কোনও হতাহতের হওয়ার খবর পায়নি।
এক বিবৃতিতে হুথি জানিয়েছে, ইসরায়েলের লদ বিমানবন্দরকে লক্ষ্য করে 'বেন গুরিয়ন' নামে একটি নির্দিষ্ট সামরিক অভিযান পরিচালনা করা হয়েছে। যা ইয়াফা এলাকায় অবস্থিত। এই হামলায় একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।।
হুথির দাবি, অভিযানটি সফলভাবে তার উদ্দেশ্য অর্জন করেছে। যার ফলে লক্ষ লক্ষ ইসরায়েলি আশ্রয়কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য হয়। বিমানবন্দরেে কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।
হুথি আরও জানিয়েছে, তাদের অভিযান চলমান রয়েছে। গাজার বিরুদ্ধে আগ্রাসন বন্ধ না হওয়া এবং অবরোধ তুলে নেওয়া না হওয়া পর্যন্ত এই অভিযান চলতেই থাকবে।
হুথি বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার ঘোষণা দেওয়ার মাত্র কয়েক ঘণ্টা পর দুপুরে ইসরায়েলে তারা আরেকটি হামলা চালানোর ঘোষণা দেয়। হুথি মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি আল-মাসিরাহ টিভিতে সম্প্রচারিত এক বিবৃতিতে ভোরবেলা ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
সারি আরও দুটি ড্রোন হামলার দায় স্বীকার করে বলেন, একটি তেল আবিবের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। অন্য ড্রোনটি আক্রমণ করেছে হাইফায় একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে।
সূত্র: প্রেস টিভি
বিডি প্রতিদিন/নাজমুল