দূষণ, দখল, বালু উত্তোলনের কারণে বগুড়ার ইতিহাস থেকে হারিয়ে যাচ্ছে ভদ্রা, ভাদাই ও ভদ্রাবতী নদী। নদীগুলো একসময় ফসলি জমিতে পানি সেচের একমাত্র আশ্রয়স্থল ছিল। চলত পাল তোলা নৌকা। বর্তমানে পলি জমে এবং নদী খননের কার্যক্রম না থাকায় খরস্রোতা এই তিন নদী প্রায় পানি শূন্য। জানা গেছে, ভদ্রাবতী নদী করতোয়া নদী থেকে উৎপন্ন হয়ে ভাদাই নদীতে পড়েছে। ভদ্রাবতীর সঙ্গে সংযোগ রয়েছে ভদ্রা ও ভাদাই নদীর। একসময় ভদ্রাবতী ছিল সবচেয়ে খরস্রোতা নদী। ১৬ কিলোমিটার দীর্ঘ এ নদী ঘিরে গড়ে উঠেছিল বেশ কিছু বন্দর ও ব্যবসা কেন্দ্র। তবে সময়মতো খননের উদ্যোগ না নেওয়ায় ভদ্রাবতীসহ তিন নদীই এখন সরু নালায় পরিণত হয়েছে। প্রভাবশালী চক্রের অবৈধভাবে বালু উত্তোলন, দখল, কারখানার বিষাক্ত পানি ও বর্জ্যরে কারণে অস্তিত্ব সংকটে পড়েছে এসব নদী। শাজাহানপুর উপজেলার প্রবীণ আমজাদ হোসেন জানান, সেন বংশের শেষ রাজার কন্যা ভদ্রাবতীর নামানুসারে ভদ্রাবতী নদীর নামকরণ হয়। একসময় সব নদীই পানিতে ভরপুর থাকত। পাওয়া যেত ছোট-বড় অসংখ্য মাছ। কৃষি জমিতে সেচের জন্য নদী থেকেই পানি তোলা হতো। এসব নদী দিয়ে নৌকায় চলাচল করত বিভিন্ন অঞ্চলের মানুষ। এখন নদীগুলো সরু খালে পরিণত হয়েছে। শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন জানান, সরকারি পৃষ্ঠপোষকতায় তিনটি নদী খননের মাধ্যমে নাব্য ফিরিয়ে আনা প্রয়োজন। বগুড়া পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, ভদ্রাবতী, ভাদাই ও ভদ্রা নদী পুনঃখননের জন্য প্রায় ২২ কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। তিনটি নদীর ৪১ কিলোমিটার জুড়ে খনন করা হবে। ভদ্রাবতীতে ১১ কিলোমিটার, ভাদাইয়ে ১৫ কিলোমিটার ও ভদ্রা নদীতে ১৫ কিলোমিটার। বগুড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাজমুল হক জানান, বগুড়ার বেশ কিছু নদী নিয়ে কাজ চলছে। করতোয়ার খনন ও সৌন্দর্যবর্ধনের কাজ চলমান। ভদ্রাবতী, ভাদাই ও ভদ্রা নদী পুনঃখননের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পটি মন্ত্রণালয়ে পাঠানো হবে। অনুমোদন পেলেই কাজ শুরু হবে।
শিরোনাম
- রাজবাড়ীতে অস্ত্রসহ গ্রেফতার ২
- “বেতন কম, খরচ বেশি”— রাজনীতি নিয়ে হতাশ কঙ্গনা
- কানাডায় কপিল শর্মার ক্যাফেতে গুলি, দায় স্বীকার খালিস্তানি নেতার
- তিন মাস পর জানা গেল আত্মহত্যা নয়, হত্যা
- ‘স্বৈরাচারী ব্যবস্থা যেন ফিরে না আসে, সে লক্ষ্যে কাজ করছে ঐকমত্য কমিশন’
- শেরপুরে গ্রেফতার ৩০ বছরের সাজাপ্রাপ্ত জেল পলাতক কয়েদি নজরুল
- ৬২৩টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া : জেলেনস্কি
- নোয়াখালীতে জলাবদ্ধতা নিরসনে অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি
- শরীরে পোকা, পচে গেছে মস্তিষ্ক— অভিনেত্রী হুমাইরার ময়নাতদন্তে চাঞ্চল্যকর তথ্য
- গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কনসার্ট ১৪ জুলাই
- পাথর মেরে বর্বরোচিত হত্যার প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ
- বাগেরহাটে তিন হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা
- তিতাসে গলাকাটা লাশের পরিচয় মিলেছে
- রাজবাড়ীর পদ্মাপাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি
- বিমান চলাচলে বিঘ্ন সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি বেবিচক’র
- কক্সবাজার আ. লীগ অফিস এখন পৌর স্বাস্থ্যকেন্দ্র
- ধুনটে পুলিশকে কুপিয়ে হ্যান্ডকাপসহ পালানো সেই আসামি গ্রেপ্তার
- ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে স্প্রিং-২০২৫ সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠিত
- কিছু দল অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে ফায়দা নিতে তৎপর : প্রিন্স
- বগুড়ায় শিক্ষার মানোন্নয়ন বিষয়ক পরামর্শ সভা
বিলুপ্তির পথে ভদ্রা ভাদাই ও ভদ্রাবতী
আবদুর রহমান টুলু, বগুড়া
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর