দূষণ, দখল, বালু উত্তোলনের কারণে বগুড়ার ইতিহাস থেকে হারিয়ে যাচ্ছে ভদ্রা, ভাদাই ও ভদ্রাবতী নদী। নদীগুলো একসময় ফসলি জমিতে পানি সেচের একমাত্র আশ্রয়স্থল ছিল। চলত পাল তোলা নৌকা। বর্তমানে পলি জমে এবং নদী খননের কার্যক্রম না থাকায় খরস্রোতা এই তিন নদী প্রায় পানি শূন্য। জানা গেছে, ভদ্রাবতী নদী করতোয়া নদী থেকে উৎপন্ন হয়ে ভাদাই নদীতে পড়েছে। ভদ্রাবতীর সঙ্গে সংযোগ রয়েছে ভদ্রা ও ভাদাই নদীর। একসময় ভদ্রাবতী ছিল সবচেয়ে খরস্রোতা নদী। ১৬ কিলোমিটার দীর্ঘ এ নদী ঘিরে গড়ে উঠেছিল বেশ কিছু বন্দর ও ব্যবসা কেন্দ্র। তবে সময়মতো খননের উদ্যোগ না নেওয়ায় ভদ্রাবতীসহ তিন নদীই এখন সরু নালায় পরিণত হয়েছে। প্রভাবশালী চক্রের অবৈধভাবে বালু উত্তোলন, দখল, কারখানার বিষাক্ত পানি ও বর্জ্যরে কারণে অস্তিত্ব সংকটে পড়েছে এসব নদী। শাজাহানপুর উপজেলার প্রবীণ আমজাদ হোসেন জানান, সেন বংশের শেষ রাজার কন্যা ভদ্রাবতীর নামানুসারে ভদ্রাবতী নদীর নামকরণ হয়। একসময় সব নদীই পানিতে ভরপুর থাকত। পাওয়া যেত ছোট-বড় অসংখ্য মাছ। কৃষি জমিতে সেচের জন্য নদী থেকেই পানি তোলা হতো। এসব নদী দিয়ে নৌকায় চলাচল করত বিভিন্ন অঞ্চলের মানুষ। এখন নদীগুলো সরু খালে পরিণত হয়েছে। শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন জানান, সরকারি পৃষ্ঠপোষকতায় তিনটি নদী খননের মাধ্যমে নাব্য ফিরিয়ে আনা প্রয়োজন। বগুড়া পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, ভদ্রাবতী, ভাদাই ও ভদ্রা নদী পুনঃখননের জন্য প্রায় ২২ কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। তিনটি নদীর ৪১ কিলোমিটার জুড়ে খনন করা হবে। ভদ্রাবতীতে ১১ কিলোমিটার, ভাদাইয়ে ১৫ কিলোমিটার ও ভদ্রা নদীতে ১৫ কিলোমিটার। বগুড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাজমুল হক জানান, বগুড়ার বেশ কিছু নদী নিয়ে কাজ চলছে। করতোয়ার খনন ও সৌন্দর্যবর্ধনের কাজ চলমান। ভদ্রাবতী, ভাদাই ও ভদ্রা নদী পুনঃখননের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পটি মন্ত্রণালয়ে পাঠানো হবে। অনুমোদন পেলেই কাজ শুরু হবে।
শিরোনাম
- যুক্তরাজ্যের নাগরিকত্ব পেতে রেকর্ড সংখ্যক আমেরিকানের আবেদন
- জার্মানিতে রেলওয়ে স্টেশনে দুষ্কৃতকারীর ছুরিকাঘাতে আহত ১২
- সিদ্ধিরগঞ্জে ছুরিকাঘাতে কিশোর নিহত
- শহীদ সাকিবের কবর জিয়ারত করলেন গৃহায়ন উপদেষ্টা
- সিদ্ধিরগঞ্জে ছুরিকাঘাতে কিশোর নিহত
- ফিলিস্তিনের ১,০০০ শহীদ পরিবারের সদস্য হজে যাচ্ছেন সৌদির খরচে
- রাস্তায় গাড়িতে বসে অশালীন ভঙ্গির শিকার বলিউড গায়িকা
- নির্বাচন বিলম্বিত হলে গণতন্ত্র সংকটে পড়বে : সিপিবি
- ১২ মিনিটে কোটি টাকার স্বর্ণসহ সিন্দুক নিয়ে গেল দুর্বৃত্তরা
- বিভাজনের ঊর্ধ্বে উঠে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে : চরমোনাই পীর
- ৮ ছক্কায় ১৬ বলে ফিফটি, ডি ভিলিয়ার্সের পাশে ফোর্ড
- ‘রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা ছাড়া মানবিক করিডোর নয়’
- ‘জনগণ দ্রুত নির্বাচন অনুষ্ঠানের পর প্রধান উপদেষ্টার মর্যাদাপূর্ণ বিদায় চায়’
- ভারতীয় নারী ক্রিকেটে কেলেঙ্কারি, সতীর্থের নামে চুরির মামলা
- দিল্লি থেকে দেশকে বিভাজিত করার ছক কষা হচ্ছে : নাহিদ
- এখন প্রয়োজন জাতীয় সংসদ নির্বাচন: নজরুল ইসলাম খান
- স্বপ্নের চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে মোহামেডানের উল্লাস
- বিতর্কের পর অবশেষে বিক্রি ১৭০ বছরের পুরোনো ডেইলি টেলিগ্রাফ
- সব অংশীজনকে ঐক্যবদ্ধের আহ্বান মামুনুল হকের
- ‘সিংহাম রিটার্নস’-কেও ছাড়িয়ে গেল ‘রেইড টু’