ঢাকার বকশীবাজারে মৌমিতা পরিবহনের দুই বাসের প্রতিযোগিতায় পিষ্ট হয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীর বাবা নিহত হয়েছেন। এ ঘটনায় সুষ্ঠু বিচার ও ভুক্তভোগীর পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে ওই পরিবহনের ১০টি বাস আটকে রেখেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়ক থেকে বাসগুলো জব্দ করে ক্যাম্পাসে নেওয়া হয়। গতকাল এ রিপোর্ট লেখা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বাসগুলো পড়ে থাকতে দেখা যায়। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, নিহত জহুরুল হক সেলিম (৫২) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রিফাতের বাবা। তিনি পাবনার ঈশ্বরদী উপজেলার বাসিন্দা। রিফাতের সহপাঠীরা জানান, গত মঙ্গলবার মধ্যরাতে মৌমিতা পরিবহনের দুটি বাস যাত্রী তুলতে প্রতিযোগিতার সময় পিষ্ট হয়ে গুরুতর আহত হন রিফাতের বাবা। পরে ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। রিফাতের ছোট ভাই ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হত্যা করা হয়েছে। এখন ওর ভাইয়ের চিকিৎসা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এজন্য ঘাতক বাস মালিকপক্ষের কাছ থেকে ক্ষতিপূরণের দাবিতে বাসগুলো আটক করা হয়েছে। বাস আটকের তিন দিন পরও মালিকপক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি বলে জানান তাঁরা। আটক একটি বাসের চালক বিল্লাল বলেন, ‘মৌমিতা পরিবহনের যে বাস অ্যাকসিডেন্ট করেছে সেটি থানায় রয়েছে। আমাদের বাসের প্রতিযোগিতায় কেউ মারা যায়নি। মালিকপক্ষ আলোচনা করে সমাধান করলে আমাদের বাসগুলো ছেড়ে দেবে। এজন্য আমরা অপেক্ষা করছি।’ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, ‘ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। ক্যাম্পাসের বাইরে এটি ঘটলেও শিক্ষার্থীরা আবেগের জায়গা থেকে বাসগুলো আটক করেছে। এ বিষয়ে মালিকপক্ষ আমাদের সঙ্গে যোগাযোগ করলে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করব।’
শিরোনাম
- নওগাঁয় গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর পদত্যাগ
- চোর সন্দেহে গণপিটুনির শিকার গুগল ম্যাপস কর্মীরা
- রূপলাল ও প্রদীপ হত্যার মূলহোতা সীতাকুন্ড থেকে গ্রেফতার
- সাড়ে ৩ কোটি টাকায় বিক্রি ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন টুপি
- ফোনালাপ ফাঁসের ঘটনায় থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পদচ্যুত
- বেনাপোল-ঢাকা রুটে রেলসেবায় অনিয়মের অভিযোগ, যাত্রীদের ভোগান্তি
- ষড়যন্ত্র করে লাভ নেই, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে : জয়নুল আবদিন ফারুক
- জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার একমাত্র পথ নির্বাচন : ডা. জাহিদ
- ভারত আমাদের ডলার দিয়ে রুশ তেল কিনছে: ট্রাম্পের উপদেষ্টা
- ভারতের মতো বাকিদেরও একই পরিণতি হবে, মার্কিন সিনেটরের কড়া হুঁশিয়ারি
- ইসরায়েলি হামলায় হুথি প্রধানমন্ত্রী নিহত, দাবি রিপোর্টে
- ১২৮ বছর পর মাদাগাস্কারকে রাজার খুলি ফিরিয়ে দিল ফ্রান্স
- আমাজনে আটক ৩৩ কলম্বিয়ান সৈনিকের মুক্তি
- সিডিসির নতুন পরিচালকের নাম ঘোষণা করল হোয়াইট হাউস
- রাশিয়া থেকে তেল আমদানি আরও বাড়াচ্ছে ভারত
- দাম বেড়েছে আরও কিছু পণ্যের, খরচ সামলাতে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ
- কিশোরগঞ্জে ট্রাকের সঙ্গে সিএনজির সংঘর্ষ, নিহত ১
- শুটিং সেটে আয়ুষ্মান-সারার ঝগড়া, মারামারিতে জড়ালেন কলাকুশলীরাও
- ‘দুই বাচ্চার মা’ মন্তব্যে ক্ষুব্ধ শুভশ্রী, পাল্টা জবাব দেবকে
- নৌবাহিনীর জাহাজে তুলে রোহিঙ্গাদের সমুদ্রে ফেলে দিচ্ছে ভারত: বিবিসি
বাস আটকে বিক্ষোভ
দুই বাসের চাপায় প্রাণ গেল জাবি শিক্ষার্থীর বাবার
জাবি প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর