ভাঙ্গা পৌরসভার নুরপুর মহল্লার একটি পরিত্যক্ত বাড়ি থেকে উজ্জ্বল মোল্লা (৩৫) নামক এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ। তিনি একই মহল্লার মৃত বাহাদুর মোল্লার ছেলে। তিনি গত এক সপ্তাহ ধরে তিনি নিখোঁজ ছিলেন। শুক্রবার দুপুর ১২টার দিকে পুলিশ তার লাশ উদ্ধার করে।
স্থানীয় একাধিক ব্যক্তি জানান, উজ্জ্বল পেশায় রঙমিস্ত্রী ছিলেন। কিন্তু গত কয়েক বছর ধরে তিনি মাদকাসক্ত। এর আগে বেশ কিছুদিন উজ্জ্বল এলাকায় থাকতেন না। গত কয়েকমাস হলো এলাকায় আসলেও নেশার কারণে বাড়িতে তেমন থাকতেন না। গত এক সপ্তাহ ধরে তিনি নিখোঁজ ছিলেন। শুক্রবার নুরপুর মহল্লার আক্কাস মোল্লার পরিত্যক্ত বাড়ি থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। পরে এলাকাবাসী ওই ঘরে গিয়ে উজ্জ্বল মোল্লার লাশ দেখতে পায়।
এ ব্যাপারে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, ভাঙ্গা পৌরসভার নুরপুর মহল্লার মাঠের মধ্যে পরিত্যক্ত একটি বাড়ি থেকে উজ্জ্বল মোল্লা নামক এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/এএ