গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক ও গোবিন্দগঞ্জ আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. ভবেশ চন্দ্র সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে বিষয়টি এই তথ্য নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম। বৃহস্পতিবার দিবাগত রাতে নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে অ্যাডভোকেট ভবেশ চন্দ্র সরকারকে গোবিন্দগঞ্জ বাজার এলাকায় অবস্থিত তার নিজ বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়। ভবেশ চন্দ্র সরকারকে উপজেলা বিএনপি অফিস ভাঙচুর মামলায় গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে সরকারবিরোধী নানা কর্মকাণ্ড এবং উস্কানিমূলক তৎপরতার সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার দুপুরে গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল