মাদারীপুরে সদর উপজেলার খোয়াজপুর এলাকায় অগ্নিকাণ্ডে ৮টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) দিনগত রাত ১টার দিকে উপজেলার খোয়াজপুর ইউনিয়নের মঠের বাজার বাবুল শীরফ মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় এক ঘণ্টারও বেশি সময় চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দুইটি দল।
স্থানীয় ও ফায়ার সার্ভিস জানান, রাত ১টার দিকে মঠের বাজার বাবুল শীরফ মার্কেটের মুন্সি ডেকোরেটর একটি দোকান থেকে বৈদ্যুতিক সর্ট থেকে আগুনের সূত্রপাত হয়েছে ধারনা করা হয়েছে। কিন্তু কিভাবে আগুন ধরেছে এ বিষয় কেউ বলতে পারে না। পরে বাজারের আসা এক ব্যক্তি আগুন দেখতে পেয়ে ডাক চিৎকার করতে স্থানীয়রা এগিয়ে এসে ফায়ার সার্ভিস ও দোকানিদেরকে খবর দেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। স্থানীয়দের সহযোগিতায় এক ঘণ্টার বেশি সময় চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ৮টি দোকান পুড়ে গেছে।
এদিকে মুদি পাইকারি বিক্রেতা মহিউদ্দিন মাতুব্বর বলেন,আমি রাত এগারোটা দিকে দোকান বন্ধ করে বাসায় গেলে ঘন্টা দুইয়ের পরে ফোন আসে আমাদের মার্কেটে আগুন লেগেছে। এতে আমার পাইকারি মুদি মালামলাসহ বিভিন্ন দোকানিদের কাছে বাকি ছিল সেই কাগজপত্র পুরে ছাই হয়েছে। আমার সারা জীবনের সম্পদ আগুনে পুড়ে শেষ হয়ে গেছে।
মাদারীপুর ফায়ার সার্ভিসের স্টেশন ফিল্ড কর্মকর্তা শেখ আহাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। আগুনে ক্ষয়ক্ষতি নিরূপণ এখনও সম্ভব হয়নি।
বিডি প্রতিদিন/এএ