বাংলাদেশের সঙ্গে গবেষণা খাতে সহযোগিতা বাড়াতে আগ্রহ প্রকাশ করেছেন উজবেকিস্তানের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর সেন্ট্রাল এশিয়ার পরিচালক রাষ্ট্রদূত জাভলন ভাখাবোভ। দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ মনিরুল ইসলামের সঙ্গে বৈঠকে তিনি এ আগ্রহ প্রকাশ করেন। গতকাল তাশখন্দে বাংলাদেশ দূতাবাসের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উজবেকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ মনিরুল ইসলাম দেশটির স্বনামধন্য গবেষণাপ্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর সেন্ট্রাল এশিয়ার পরিচালক রাষ্ট্রদূত জাভলন ভাখাবোভের সঙ্গে বৈঠক করেন। এ সময় দূতাবাসের প্রথম সচিব শুক্লা বণিক উপস্থিত ছিলেন। রাষ্ট্রদূত মনিরুল ইসলাম বাংলাদেশের ভূরাজনৈতিক ও অর্থনৈতিক তাৎপর্য তুলে ধরে উভয় দেশের মধ্যকার সম্পর্কের মাত্রা ও ব্যাপ্তি আরও গভীর ও বিস্তৃত করার ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, ব্যবসাবাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, সংস্কৃতি ও পর্যটনের পাশাপাশি খাদ্য ও পানি নিরাপত্তা, অভিবাসন ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় উভয় দেশ অভিজ্ঞতা ও বিশেষায়িত জ্ঞান বিনিময়ের মাধ্যমে উপকৃত হতে পারে। এ লক্ষ্যে বাংলাদেশের একটি উপযুক্ত গবেষণাপ্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে তিনি মত দেন, যা দুই দেশের গবেষকদের মধ্যে গবেষণাপত্র ও তথ্যবিনিময় সহজ ও ফলপ্রসূ করবে বলে রাষ্ট্রদূত আশাবাদ ব্যক্ত করেন।