নিবন্ধন দৌড়ে এগিয়ে থাকা ১০ দলের কার্যক্রম অধিকতর তদন্তে আবারও সাতটি কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাজমুল কবীরের সই করা এ চিঠি কমিটির সদস্যদের কাছে পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, মাঠপর্যায়ের কেন্দ্রীয়, জেলা ও উপজেলা কর্মকর্তাদের দাখিলকৃত তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে মাঠপর্যায় থেকে প্রাপ্ত প্রাথমিক তথ্য/মতামতে কিছু কিছু ক্ষেত্রে অপূর্ণতা/ ঘাটতি থাকায় যাচাই কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে ১০টি দলের জেলা ও উপজেলা পর্যায়ের অস্তিত্ব ও কার্যকারিতার বিষয়ে অধিকতর তদন্ত করতে নির্দেশনা দিয়েছেন নির্বাচন কমিশন। ইসির সাত অঞ্চলে কর্মরত একজন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, একজন অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা/সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা (সংশ্লিষ্ট অঞ্চল) ও একজন উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তাসহ (সংশ্লিষ্ট অঞ্চলের আওতাধীন) সাত অঞ্চলের জন্য তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। অঞ্চলগুলো- ঢাকা, কুমিল্লা, রাজশাহী, রংপুর ফরিদপুর, ময়মনসিংহ ও খুলনা। এর আগেও অধিকতর তদন্তের জন্য ইসির ১০ অঞ্চলে ১০টি কমিটি গঠন করা হয়েছিল। কমিটি যেসব দলের মাঠ কার্যক্রম খতিয়ে দেখবে সেগুলো- আমজনতার দল, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি (বিজিপি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, ভাসানী জনশক্তি পার্টি, বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ, জনতার দল, মৌলিক বাংলা, জনতা পার্টি বাংলাদেশ এবং বাংলাদেশ আম জনগণ পার্টি।