চুয়াডাঙ্গার দামুড়হুদায় জমি নিয়ে বিরোধের জেরে একজনকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই পরিবারের আরও তিনজন গুরুতর জখম হয়েছেন। দামুড়হুদা উপজেলার গোবিন্দহুদা গ্রামে গতকাল সকালে এ ঘটনা ঘটে। নিহত জয়নাল মণ্ডল (৫০) গোবিন্দহুদা গ্রামের ঝড়ু মণ্ডলের ছেলে। আহতরা হলেন- ঝড়ু মণ্ডলের অন্য দুই ছেলে খাজা মণ্ডল (৫৫), জাহির মণ্ডল (৪৫) ও খাজা মণ্ডলের ছেলে দিপু মণ্ডল (১৮)। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
জয়নাল মণ্ডলের স্বজনরা জানান, গ্রামের নূরুল হক পেশকারদের সঙ্গে তাদের জমি নিয়ে বিরোধ চলছে। গতকাল সকালে জয়নাল মণ্ডলরা চারজন মাঠে কাজ করছিলেন। এ সময় নূরুল হক পক্ষের ১০-১৫ জন ধালালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর হামলা চালায়। চারজনকেই কুপিয়ে ও পিটিয়ে জখম করে। তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জয়নাল। সদর হাসপাতালের চিকিৎসক শাপলা খাতুন বলেন, চারজনের শরীরেই ধারালো অস্ত্রের আঘাতে ক্ষত হয়েছে। দামুড়হুদা মডেল থানার ওসি হুমায়ূন কবীর জানান, জমি নিয়ে মারামারির খবর পেয়েছি।