বহুলকাঙ্ক্ষিত রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের ভোট আগামীকাল। শেষ দিনে প্রার্থীদের প্রচারে উৎসবমুখর ছিল পুরো ক্যাম্পাস। এখন শুধু ভোটের অপেক্ষা। এদিকে শেষ মুহূর্তে আচরণবিধি স্পষ্ট করেছে কমিশন। এ ঘটনাকে পক্ষপাতমূলক বলছে ছাত্রশিবির।
এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম বলেন, ‘আচরণবিধির একটি ধারা অস্পষ্ট ছিল। তা স্পষ্ট করা হয়েছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।’ গত ২৫ সেপ্টেম্বর সিদ্ধান্ত থাকলেও শিক্ষক-কর্মকর্তাদের আন্দোলনের কারণে ১৬ অক্টোবর ভোট গ্রহণের সিদ্ধান্ত হয়। পূজার ছুটি শেষে ৫-১৪ অক্টোবর রাত ১২টা পর্যন্ত প্রচারের নতুন সিদ্ধান্ত হয়। শেষ দিনে প্রচারে উৎসবমুখর ছিল ক্যাম্পাস। টুকিটাকি চত্বর, জোহা চত্বর, পরিবহন মার্কেট, আবাসিক হল ও একাডেমিক ভবনের সামনে সরগরম প্রচার চলে। ভোটারদের আকৃষ্ট করতে কেউ বাউল বেশে, কেউ গান ও অভিনয়ে প্রচার চালান। লিফলেটেও ছিল অভিনবত্ব। গাছ, বল, কলম, বাস, ফুলসহ বিভিন্ন প্রাণীর আকৃতিসংবলিত লিফলেটে চালানো প্রচারণা দারুণ উপভোগ করছেন শিক্ষার্থীরা। কমিশনের তথ্যমতে, কেন্দ্রীয় সংসদের ২৩টি পদে লড়ছেন ২৪৭ প্রার্থী। ভিপি পদে ১৮ জন, জিএস পদে ১৩ জন এবং এজিএস পদে ১৬ জন প্রার্থী রয়েছেন। ছাত্রদল, ছাত্র শিবির সমর্থিতসহ ১১টি প্যানেল ভোটে লড়ছে। এ ছাড়া সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচনের ৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫৮ জন এবং ১৭টি হলে হল সংসদের ১৫টি পদের বিপরীতে ৫৯৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে ভোটার ২৮ হাজার ৯০১ জন। এর মধ্যে নারী ভোটার ১১ হাজার ৩০৫ জন এবং পুরুষ ভোটার ১৭ হাজার ৫৯৬ জন। তফসিল অনুযায়ী, কাল ১৬ অক্টোবর সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট গণনা শেষে সেদিনই ফলাফল ঘোষণা করা হবে। কমিশন জানিয়েছে, একজন শিক্ষার্থী সিনেটে ৫, রাকসুতে ২৩ এবং হল সংসদে ১৫টিসহ ৪৩টি ভোট দিতে পারবেন। মোট বুথ থাকবে ৯৯০টি এবং টেবিল থাকবে ৯৪টি। নিরাপত্তা ও স্বচ্ছতা রক্ষায় ২০০টি সিসি ক্যামেরা স্থাপন করা হবে।
নিরাপত্তা জোরদার : নির্বাচন ঘিরে ক্যাম্পাসে চলাচল সীমিত করার পাশাপাশি নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। বিভিন্ন স্পটে পুলিশের চেকপোস্ট ও প্রবেশপথ চেকিং করা হচ্ছে। হলে বহিরাগতদের প্রবেশ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নিয়মিত তল্লাশি চালানো হচ্ছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু সুফিয়ান বলেন, নির্বাচনের নিরাপত্তায় ২ হাজার পুলিশ এবং ৬ প্লাটুন বিজিবি ও ১২ প্লাটুন র্যাব দায়িত্ব পালন করবে।