জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন, বিশাল জনসংখ্যার বিপরীতে বাংলাদেশের সংসদে খুব বেশি মানুষকে প্রতিনিধিত্ব করার সুযোগ দেওয়া সম্ভব নয়। ১৮ কোটি জনগণের জন্য ৩০০ জন জনপ্রতিনিধি খুবই কম সংখ্যা। এ জন্য এনসিপি গ্রাম পার্লামেন্ট প্রতিষ্ঠার উদ্যোগ নেবে। গতকাল রাজধানীর বনানীতে হোটেল শেরাটনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। রাজনৈতিক দলের নির্বাচনি ইশতেহারে তরুণদের সুস্বাস্থ্য, সমৃদ্ধি ও প্রত্যাশা অন্তর্ভুক্তি বিষয়ে নাগরিক উদ্যোগ এ সভার আয়োজন করে। ‘অধিকার এখানে, এখনই’ প্রকল্পের আওতায় এ সভা অনুষ্ঠিত হয়।
সামান্তা শারমিন বলেন, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে যে রাজনৈতিক সংস্কৃতি তা গণতান্ত্রিকতার পক্ষে নয়। গ্রাম পার্লামেন্ট প্রতিষ্ঠা করা গেলে তরুণ এবং নারীরা তাদের অসুবিধাগুলো নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে যেতে পারবে। তিনি আরও বলেন, বাংলাদেশের রাজনৈতিক-সামাজিক বাস্তবতায় ইশতেহার মুখ্য হয়ে ওঠে না। মুখ্য হয়ে ওঠে কত বড় দল এবং কাদের ভোট দিলে ভোটটা পচে যাবে না। তবে এবার আমার ধারণা, এটা কিছুটা পরিবর্তন হবে। আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারপারসন মুজিবুর রহমান মঞ্জু বলেন, আমার প্রশ্ন রাজনৈতিক দলের ইশতেহার মানুষ বিশ্বাস করে কি না। নারীদের কাজের জন্য রাজনৈতিক দলে পর্যাপ্ত সুযোগ তৈরি করতে হবে। যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার নিয়ে আলোচনা অব্যাহত রাখতে হবে।
পরিবারে বাবা-মা ও সন্তানদের বন্ধুত্বসুলভ আলাপ-আলোচনা করতে হবে। পাশাপাশি, রাজনৈতিক দল ও প্রশাসনকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। কারণ, সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় উভয়েরই ভূমিকা রয়েছে। নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেনের সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়কারী জয়িতা হোসেন। তিনি জানান, অধিকার এখনই, এখানেই (রাইট হিয়ার, রাইট নাউ) একটি বৈশ্বিক আন্দোলন, যা তরুণদের যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার প্রতিষ্ঠায় কাজ করে। এটি তরুণদের নেতৃত্বে পরিচালিত একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম যেখানে যৌন ও প্রজনন অধিকার বিষয়ে তরুণদের অংশগ্রহণ ও নেতৃত্ব বিকাশ, সক্ষমতা বৃদ্ধি এবং অধিকার সচেতনতা তৈরির মাধ্যমে ইতিবাচক পরিবর্তন আনা হচ্ছে।
আলোচনায় আরও অংশ নেন রাষ্ট্র সংস্কার আন্দোলন নেত্রী জাকিয়া শিশির, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ, জাতীয় সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, ট্রান্সজেন্ডার অধিকারকর্মী জয়া শিকদারসহ বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিক প্ল্যাটফর্মের প্রতিনিধিরা।