চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মো. রুবেল (৩০) নামে এক যুবককে গুলি করে ও গলা কেটে হত্যা করেছে দুর্বত্তরা। এ সময় তার সঙ্গে থাকা আরও এক যুবককে জখম করা হয়। বুধবার গভীর রাতে উপজেলার পদুয়া এলাকার হারুয়ালছড়ি ইকোপার্কের কাছে এ ঘটনা ঘটে। নিহত রুবেল ওই এলাকার রফিকুল ইসলামের ছেলে। পুলিশের ধারণা, দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের হামলায় এ হত্যাকাণ্ড ঘটেছে।
জানা গেছে, রাত আড়াইটার দিকে একদল লোক হারুয়ালছড়ি এলাকায় রুবেলের ঘরে ঢুকে তার ওপর হামলা চালায়। তারা রুবেলকে গুলি ও জবাই করে হত্যা করে। এ ছাড়া তার কবজি ও পা কাটা ছিল। তার সঙ্গে থাকা মোরশেদের হাতেও যখমের চিহ্ন পাওয়া যায়।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় কাউকে শনাক্ত করা যায়নি। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।