তিন দফা দাবি বাস্তবায়নের দাবিতে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা আগারগাঁওয়ে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন। গতকাল বেলা ১১টা ৩০ মিনিটে কৃষিবিদ ঐক্য পরিষদের ব্যানারে অবরোধ শুরু হয়ে চলে দুপুর ১টা পর্যন্ত। এ সময় সড়কে ব্যাপক যানজট দেখা দেয়। এর আগে বুধবার রাতে আলোচনার পর আগারগাঁও ব্লকেড কর্মসূচির সিদ্ধান্ত নেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের দাবিগুলো হলো-কৃষিভিত্তিক সব গবেষণা প্রতিষ্ঠানে ১০ম গ্রেডের পদ কৃষিবিদদের জন্য উন্মুক্ত করা, নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ না হয়ে ৯ম গ্রেডে পদোন্নতির সুযোগ বাতিল করা এবং কৃষি বা কৃষিসংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি ছাড়া কারও নামের আগে ‘কৃষিবিদ’ পদবি ব্যবহার না করা এবং এ বিষয়ে সরকারি প্রজ্ঞাপন জারি করা।
ব্লকেডে শেকৃবি ৮১ ব্যাচের শিক্ষার্থী আসাদুজ্জামান আজাদ বলেন, ডিপ্লোমা ও বিএসসি কৃষিবিদের মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে। ডিপ্লোমা কোর্সে এসএসসি পাস করে যে কোনো বিভাগ থেকে ভর্তি হওয়া যায়, কিন্তু বিএসসি কৃষিবিদ হতে হলে এসএসসি ও এইচএসসিতে বিজ্ঞান বিভাগ নিয়ে পড়তে হয় এবং প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। আমরা তত্ত্বীয় জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক জ্ঞান অর্জন করছি। অথচ দেখা যাচ্ছে, চাকরিতে কোটার মাধ্যমে আমাদের চেয়ে ডিপ্লোমাদের বেশি সুবিধা দেওয়া হচ্ছে। শিক্ষার্থীরা অভিযোগ করেন, এর আগে বহুবার কৃষি সচিব ও খামারবাড়ী কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেও সমাধান না পাওয়ায় তারা বাধ্য হয়ে এই অবরোধ কর্মসূচি পালন করছেন।