শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল উপজেলার রামচন্দ্রকুড়া বিওপি সীমান্তে এ ঘটনা ঘটে। পরে উপজেলার পানিহাটা এলাকা থেকে তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
আটকরা জানান, দুই বছর আগে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে তারা ভারতে অনুপ্রবেশ করে। এতদিন তারা নয়াদিল্লিতে অবস্থান করছিলেন। সম্প্রতি তাদের আটক করে গৌহাটিতে নিয়ে আসে দেশটির পুলিশ। পরে গৌহাটি থেকে শেরপুর সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে ঠেলে পাঠায় বিএসএফ। নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোহেল রানা জানান, আটকরা নিজেদের সাতক্ষীরার তালা উপজেলার সাহাজাদপুর গ্রামের বাসিন্দা বলে দাবি করেছেন। তাদের স্বজনদের কাছে পাঠানো হবে।