হত্যা মামলায় ৩০ বছরের সাজাপ্রাপ্ত জেল পালানো আসামি নজরুল ইসলাম (৪৫)–কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শনিবার (১২ জুলাই) রাত আড়াইটার দিকে শেরপুরের শ্রীবরদী উপজেলার বাবলাকোনা এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতার হওয়া নজরুল ইসলাম শ্রীবরদী উপজেলার বাবলাকোনা গ্রামের নইমুদ্দিনের ছেলে।
র্যাব জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট বিকেলে সরকার পতনের পর শেরপুর জেলা কারাগারে হামলা হয়। এ সময় কারাগার থেকে বহু কয়েদি পালিয়ে যায়। পরবর্তীতে সরকারের আত্মসমর্পণের আহ্বানে অনেক কয়েদি নিজ উদ্যোগে ফিরে এলেও নজরুল আত্মসমর্পণ করেননি।
পলাতক অবস্থায় দীর্ঘদিন গা ঢাকা দিয়ে থাকা নজরুলকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শনিবার গভীর রাতে গ্রেফতার করে র্যাব-১৪ এর একটি আভিযানিক দল। তাকে গ্রেফতারের সময় তার বিরুদ্ধে জেল পলাতক কয়েদি নম্বর ছিল ৭২৭১/এ।
পরে শনিবার দুপুরে নজরুল ইসলামকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শ্রীবরদী থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব সূত্র জানিয়েছে।
বিডি প্রতিদিন/আশিক